দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
![]() |
সানন্দবাড়িতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত |
২০ মার্চ বৃহস্পতিবার উপজেলার সানন্দবাড়ি কলেজ মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
চর আমখাওয়া ইউনিয়নের বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
আরও পড়ুন:
ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত এম.পি। তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপস্থিত জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ সাদা, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান সাজু, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক মো. মাসুদ হাবিব পলিন। উপজেলা বিএনপির সহ সভাপতি মো. শাহনেওয়াজ টফি, ছাত্রনেতা মো. রবিউল ইসলামসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ এতে উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে প্রচুর জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।