জামালপুর প্রতিনিধি: জামালপুরে পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে।
![]() |
জামালপুরে রমজান ও ঈদ উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু |
রবিবার দুপুরে শহরের ফৌজদারী মোড়ে প্রাণীসম্পদ অধিদপ্তর কর্তৃক পরিচালিত সুলভ মূল্যে বিক্রয় কর্মসুচি শুরু করে জেলা প্রাণীসম্পদ বিভাগ।
আরও পড়ুন:
ভ্রাম্যমান ট্রাক থেকে শহরের বিভিন্ন পয়েন্টে দুধ, ডিম, মুরগী ও গরুর মাংস বিক্রয় করা হবে।
প্রতিটি ডিম ৯ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা, প্রতি কেজি ব্রয়লার ২৫০ টাকা ও প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ছানোয়ার হোসেন।
সুলভ মূল্যে এসব পণ্য ক্রয় করতে পেয়ে স্বস্তি প্রকাশ করেছে ক্রেতারা।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।