জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বিকাশ এজেন্ট রফিকুল ইসলামকে (৪৩) হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ৮০ হাজার টাকাসহ মোবাইল কেড়ে ঘটনায় চাকদহ গ্রামের নূরুল ইসলামের ছেলে ফারুক মিয়া (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
![]() |
মেলান্দহে ডাকাত আটক |
আহত রফিকুল ইসলামের স্ত্রী লাবলী আক্তার (৩৬) জানিয়েছেন-২২ মার্চ দিবাগত রাতে আমার স্বামী প্রতিদিনের ন্যায় মেলান্দহ বাজার থেকে রাতে বাড়িতে ফেরার পথে কামদেববাড়ি মোড়ে একা পেয়ে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল কেড়ে নেয়।
আরও পড়ুন:
পথচারিদের সহায়তায় আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার শেষে জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়।
অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন-এ ঘটনায় মামলা হয়েছে। রাতেই আসামী ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজন চাকদহ গ্রামের আ: মতিনের ছেলে আশিক (২৫)কে গ্রেপ্তার অভিযান চলছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।