জামালপুরে ভটভটি চালক শাহীন হত্যার বিচার দাবীতে বিক্ষোভ

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে ভটভটি চালক শাহীন হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ভূক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

জামালপুরে ভটভটি চালক শাহীন হত্যার বিচার দাবীতে বিক্ষোভ
জামালপুরে ভটভটি চালক শাহীন হত্যার বিচার দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল


সোমবার দুপুরে শহরের জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহত শাহীনের পরিবার।

সংবাদ সম্মেলনে শাহীনের স্ত্রী জরিনা বেগম, তার জমজ দুই ছেলে আশিকুর রহমান জয় (১৯) ও মনির হাসান মনি (১৯) বক্তব্য রাখেন। 

এ সময় লিখিত বক্তব্যে নিহত শাহীনের বড় ছেলে আশিকুর রহমান জয় অভিযোগ করে বলেন, জামালপুর পৌরসভার জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকার মৃত জাহেদ আলীর ছেলে মো: শাহীন ভটভটি চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। 

আরও পড়ুন:

কিন্তু গত ৫ মাস আগে পার্শবর্তী লাঙ্গলজোড়া এলাকার গোলাপ আলীর ছেলে পুলিশের এসআই লুতফর ও তার ভাই ফরহাদের দুইটি গরু চুরি হলে তারা তার বাবা ভটভটি চালক শাহীনকে সন্দেহ করে। 

তারা শাহীনের কাছে গরুর দাম বাবদ ৭ লক্ষ টাকা দাবী করে ও অন্যথায় তাকে হত্যার হুমকি দেয়। তারা এ ব্যাপারে কোন মামলা দায়ের না করলেও একাধিকবার পুলিশ ও ডিবি শাহীনকে খুজতে তার বাড়ীতে গেলে ভয়ে শাহীন বাড়ি ছেড়ে ঢাকাসহ অন্যান্য এলাকায় অবস্থান করে। শাহীনের স্ত্রী জরিনা বেগম বলেন, তার স্বামীর সাথে শুধু ফোনে কথা হত, দেখা হত না। 

গত ১৭ মার্চ রাতে তার স্বামী শাহীনের সাথে সর্বশেষ ফোনে কথা হয়। গত ১৮ মার্চ সকালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকা থেকে শাহীনের মুখ থেতলানো ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ মরদেহ উদ্ধার করে পুলিশ। 

শাহীনের পরিবারের সদস্যরা এটিকে হত্যাকান্ড উল্লেখ্য করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। এই ঘটনায় নিহতের স্ত্রী জরিনা বেগম গত ১৮ মার্চ রাতে মাদারগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

সংবাদ সম্মেলনের আগে ভূক্তভোগী পরিবার ও এলাকাবাসী জঙ্গলপাড়া বোর্ডঘর এলাকায় বিক্ষোভ মিছিল করে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top