মেলান্দহে বিদেশ পাঠানোর নামে প্রতারিতদের সংবাদ সম্মেলন

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহে বিদেশে পাঠানোর কথা বলে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে।

মেলান্দহে বিদেশ পাঠানোর নামে প্রতারিতদের সংবাদ সম্মেলন
মেলান্দহে বিদেশ পাঠানোর নামে প্রতারিতদের সংবাদ সম্মেলন


এ ঘটনায় ৬ মার্চ দুপুরে আদ্রা বড় বাড়ি গ্রামের ভুক্তভোগি পরিবারগুলো প্রতারকের বাড়িতেই সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ২০২৩ সালে আদ্রা বড় বাড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে আব্দুল জলিল বাদল মাস্টার (৫৫), তাঁর পুত্র রাগিব ইয়াসির সিনজন (২৫), পুত্রবধূ রোকেয়া আফরোজ প্রান্তি (২৪), ভাই রোবেল মিয়া (৩৫), স্ত্রী করোনা বেগম কনা (৪৫) পরস্পর যোগসাজসে বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেন। 

আরও পড়ুন:

এর মধ্যে আ: জলিলের ভাগিনা হাবিবুর রহমান (২৭), সুলতান মাহমুদ (২৪), ভাতিজা রবিন মিয়া (২৪), রাজু মিয়া (২৫), বোন হাসনা বেগম (৫৫), মর্জিনা বেগম (৪৫), মমিনুর (৪৫) এবং আদ্রা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফর্সাসহ তার স্বগোত্রীয়রা এই অভিযোগ করেন।

অভিযোগে প্রকাশ, ছাত্র ভিসায় দক্ষিণ কোরিয়া পাঠানোর কথা বলে আমাদের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা নেন। এরপর জাল কাগজপত্র তৈরি করে আমাদেরকে কোরিয়া পাঠানোর কথা বলে ঢাকাস্থ কোরিয়ান দূতাবাসে পাঠায়। কোরিয়ান দূতাবাসে খোঁজ নিয়ে জানতে পারি আমাদের কাগজপত্র জাল। পরে আমরা হতাশা হয়ে ফিরে আসি। 

এমন প্রতারণার বিষয়ে আমরা আত্মীয় স্বজন-এলাকাবাসিসহ আদ্রা ইউপি চেয়ারম্যান-মেম্বারগণও কয়েক দফা দেনদরবার করেছেন। একপর্যায়ে আমাদের টাকা ফেরত দেয়ার জন্য সময় নিয়ে বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছেন। স্বজনরা ফোন করলেও টাকা দিতে অস্বীকৃতি  জানায়। 

এতেই শেষনয়, পাওনাদারদের বিরুদ্ধে মামলাসহ নানা হুমকী-ভয়ভীতি প্রদর্শন করছেন। আমরা মেলান্দহ  থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ ঘটনার তদন্তও করেছেন। অভিযুক্তরা বাড়িতে না থাকায় তাদের মতামত জানা যায়নি।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান-বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ পেয়েছি। বিষয়টি আইনি প্রক্রিয়াধিন আছে। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top