জামালপুর সংবাদদাতা: প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামালপুরের মেলান্দহ পৌর আ’লীগের সভাপতি এবং বাংলাদেশ গ্রাম থিয়েটারের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য।
![]() |
নাট্যকার আসাদুল্লাহ ফারাজীসহ দুইজন গ্রেপ্তার |
২ মার্চ দিবাগত মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে শিমুলতলা বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে কুলিয়া ইউনিয়ন আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেনকেও গ্রেপ্তার করা হয়েছে। ইসমাইল হোসেন কাঙ্গালকুর্শা গ্রামের মমতাজ আলীর ছেলে।
আরও পড়ুন:
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সন্দেহভাজন আসামী হিসেবে কোর্টে চালান দেয়া হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।