সেবা ডেস্ক: বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে দীর্ঘস্থায়ী ‘All-Round’ পারফরম্যান্সের স্মার্টফোন ‘Oppo A5 Pro’ উন্মোচন করা হয়েছে।
![]() |
দেশের বাজারে এলো ‘All-Round’ পারফরম্যান্সের ‘Oppo A5 Pro’ স্মার্টফোন |
নতুন এই স্মার্টফোনের ‘Product Ambassador’ হিসেবে এই ডিভাইসের সঙ্গে রয়েছেন- ‘All-rounder’ মেহেদী হাসান মিরাজ। ‘Oppo A5 Pro’ বাংলাদেশের প্রথম স্মার্টফোন যেটি আন্তর্জাতিকভাবে সার্টিফিকেশনের পাশাপাশি বুয়েট এর ‘Top-rated water resistance and drop test’-এ সফলতা দেখিয়েছে।
‘Oppo A5 Pro’ স্মার্টফোনে আছে, ‘IP69’, ‘IP68’ এবং ‘IP66’ এর তিন লেয়ারের নিরাপত্তা, যা কি না- ডিভাইসে পানি প্রবেশ, ধুলো জমা হওয়া এবং ‘High Pressure Spray’ এর মতো প্রতিকূল পরিস্থিতিতে ফোনকে নিরাপত্তা দেয়। ‘Oppo A5 Pro’ এর ওয়াটারপ্রুফিং সিস্টেমে আছে Silicone Rings এবং Adhesive Material। এটি সাইড অপেনিং রুদ্ধ করে এবং Air tight barrier তৈরি করে।
এই স্মার্টফোনটিতে রয়েছে মিলিটারি গ্রেডের Shock resistance। এটি ১৪টি Military-standard টেস্টে সফল হয়েছে অর্থ্যাৎ বৈরি পরিবেশেও স্মার্টফোনটি খাপ-খাইয়ে নিতে পারে। অধিকন্তু এই ফোনে রয়েছে Double-tempered glass, যা কি না ১৬০ শতাংশ বেশি Drop protection দিয়ে থাকে।
এই ডিভাইসের ‘AI Eraser 2.0’ ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয়গুলো মুছে ফেলে; ‘AI Reflection Remover’ প্রতিফলন দূর করে এবং ‘AI Unblur’ ফিচার অস্পষ্ট ছবিকে আরও স্পষ্ট করতে সহায়তা করে। পাশাপাশি ‘AI Clarity Enhancer’ ছবির স্বচ্ছতা বাড়িয়ে দেয় এবং ‘AI Studio’ ছবিকে সৃজনশীল করতে ব্যবহারকারীদের সাহায্য করে। এছাড়া- ‘AI Smart Image Matching 2.0’ অ্যালবামের ডিজিটাল কনটেন্টগুলো সিঙ্গেল ট্যাপে শেয়ার ও কাস্টমাইজ করার সুযোগ দেয়।
‘অপো এ৫ প্রো’-তে আরো রয়েছে, ৫০ মেগাপিক্সেল সক্ষমতার Ultra-clear মূল ক্যামেরার পাশাপাশি ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ সবগুলো ক্যামেরা গ্রাহকদের স্বচ্ছ, নিখুঁত, অকৃত্রিম ছবি তুলতে সাহায্য করে।
এই স্মার্টফোন রয়েছে- ৪৫ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং সমন্বয়ে ৫,৮০০ এমএএইচ সক্ষমতার ব্যাটারি। ফলে মাত্র ৭৬ মিনিটে ফোনটি পুরোপুরি চার্জ হয়। আগের মডেলের তুলনায় ১০ শতাংশ বেশি ব্যাটারি সক্ষমতা থাকায় এটি ৩৬ ঘণ্টা কল টাইম, ১৭ ঘণ্টা ইউটিউব প্লেব্যাক ও ২৮ ঘণ্টা অডিও প্লেব্যাক নিশ্চিত করে। এছাড়া ডিভাইসটির মাধ্যমে একবার চার্জেই নির্বিঘ্নে ৭.৩ ঘণ্টা পর্যন্ত একটানা ‘Mobile Legends: Bang Bang’ গেমিং উপভোগ করা যায়।
‘অপো এ৫ প্রো’ (8GB + 128GB) Olive Green ও Mocha Brown রঙে পাওয়া যাচ্ছে। স্মার্টফোনটির বাজার মূল্য ধরা হয়েছে ২৩,৯৯০ টাকা।
এ প্রসঙ্গে অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “আমরা গ্রাহকদের কাছে অল-রাউন্ড ‘অপো এ৫ প্রো’ পৌঁছে দিতে পেরে আনন্দিত। এটি ব্যবহারকারীদের একইসঙ্গে স্থায়িত্ব ও প্রিমিয়াম ফিচার দেবে। আমি মনে করি- ডিভাইসটি উন্নত প্রযুক্তি ও টেকসইতার সমন্বয়ে ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্সের একটি নতুন মানদণ্ড দাঁড় করাতে সক্ষম।”
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।