সেবা ডেস্ক: জামালপুর জেলার বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ফেব্রুয়ারি মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
![]() |
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি বকশীগঞ্জের খন্দকার শাকের আহমেদ |
আজ রোববার (২৩ মার্চ), ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি জনাব ড. আশরাফুর রহমান তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
আরও পড়ুন:
খন্দকার শাকের আহমেদ তার কাজের প্রতি নিষ্ঠা ও দক্ষতার জন্য এই কৃতিত্ব অর্জন করেছেন। তিনি বকশীগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে পুলিশ দল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সফল হয়েছে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর খন্দকার শাকের আহমেদ জানান, বকশীগঞ্জ উপজেলার মানুষের সার্বিক সহযোগিতায় অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমি যতদিন বকশীগঞ্জে থাকব ততদিন মানুষের জান মাল নিরাপত্তা নিশ্চিত করা সহ সেবা করে যাবো।
এই অর্জনের মাধ্যমে খন্দকার শাকের আহমেদ শুধু তার থানা নয়, পুরো জামালপুর জেলার মুখ উজ্জ্বল করেছেন। তার এই সাফল্য অন্যান্য পুলিশ সদস্যদেরও অনুপ্রাণিত করবে।
তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোষ্ট করেছেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।