সেবা ডেস্ক: সেনাপ্রধানের সাথে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, সামরিক সহযোগিতা ও সম্পর্কোন্নয়ন নিয়ে আলোচনা।
![]() |
সেনাপ্রধানের সাথে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ |
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত Mr. Saida Shinichi। আজ সকালে সেনা সদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
সাক্ষাৎকালে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার সম্পর্কোন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা এবং সামরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই পারস্পরিক কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাপান দূতাবাসের অন্যান্য সদস্যরা। এ সৌজন্য সাক্ষাৎ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।