কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পশ্চিম সিমানা দিয়ে বহমান ইছামতি নদীতে বালুখোকোদের দেয়া অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন।
![]() |
ইছামতি নদীর অবৈধ বাঁধ অপসারণ করলেন কাজিপুরের ইউএনও |
মঙ্গলবার বিকেলে গোপন সূত্রের সংবাদ পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনামুখী ইউনিয়নের দক্ষিন পাইকপাড়া নামক স্থানে ইছামতি নদীতে অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন:
এসময় স্থানীয় বালুখেকোদের বালু পরিবহনের জন্যে নদীর পশ্চিম তীর থেকে পুর্বতীর পর্যন্ত একটি অবৈধ বাঁধ দেখতে পান তিনি। ওই বাঁধের কারণে নদীতে চলা মৃদু ¯্রােতও বন্ধ হয়ে গিয়েছিলো। পরে ঘটনাস্থলে থাকা মাটি কাটার এস্কেভেটর মেশিন দ্বারা ওই বাঁধ পুরোপুরি গুড়িয়ে দেয়া হয়। এতে করে স্থানীয় লোকজনের মাঝে স্বস্থি ফিরে আসে।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক বলেন, একটি নদীকে বাঁধ দিয়ে স্তব্ধ করে দিয়ে অবৈধ বালু বিক্রি করছিলেন একটি চক্র। জনস্বার্থে সেটি অপসারণ করা হয়েছে। অভিযান চলাকালে কাউকে পাওয়া যায়নি বলেনও তিনি জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।