দেওয়ানগঞ্জে আল ইনসাফ জেনারেল হাসপাতালের ইফতার মাহফিল

Seba Hot News : সেবা হট নিউজ
0

দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা: জামালপুরের দেওয়ানগঞ্জে বিশিষ্টজনদের সম্মানার্থে আল ইনসাফ জেনারেল হাসপাতালের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেওয়ানগঞ্জে আল ইনসাফ জেনারেল হাসপাতালের ইফতার মাহফিল
দেওয়ানগঞ্জে আল ইনসাফ জেনারেল হাসপাতালের ইফতার মাহফিল


২১ মার্চ শুক্রবার দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন আল ইনসাফ জেনারেল হাসপাতালের নিজস্ব ভবনে এটি অনুষ্ঠিত হয়। এতে সরকারি হাসপাতালে কর্মরত ডাক্তার, ব্যক্তিমালিকানাধীন বিভিন্ন হাসপাতালের মালিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তি অংশগ্রহণ করেন। 

আরও পড়ুন:

উক্ত আয়োজনে আসরের নামাজের পর থেকে ইফতার পর্যন্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আল ইনসাফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিগণ বক্তব্য প্রদান করেন। দিক নির্দেশনামূলক বক্তব্য দেন দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান তালুকদার, সহকারি অধ্যাপক ডা. সোনাউল্ল্যাহ মন্ডল, অধ্যাপক হারুনুর রশিদ, ডা. আহসানুল হাবিব আসলাম, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আনোয়ার হোসেন,  ডা. আরিফুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান বাপ্পি,  মো. মাসুদ হাবীব পলিন, মো. আরিফ খান রাসেল প্রমূখ।


 অচিরেই চালু হতে যাওয়া হাসপাতালটির চিকিৎসাসেবার আধুনিকায়ন, বিভিন্ন টেস্টের নামে জন হয়রানি বন্ধ এবং উন্নত চিকিৎসার জন্য অভিজ্ঞ ডাক্তারের ব্যবস্থাসহ নানা বিষয় উঠে আলোচকদের বক্তব্য থেকে। 


আল ইনসাফ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. ইসমাইল হোসেন ও ডেপুটি ব্যবস্থাপনা পরিচালক মো. সিফাত উল্লাহ জানান, অত্র দেওয়ানগঞ্জবাসীর আস্থার প্রতীক হিসেবে চালু হচ্ছে আমাদের এই হাসাপাতালটি। এ অঞ্চলের মানুষ  উন্নত স্বাস্থ্যসেবার জন্য জামালপুর কিংবা পার্শ্ববর্তী বকশিগঞ্জ উপজেলায় যেত, আমরা আশা করি তারা এ দুর্ভোগ থেকে রেহাই পাবে। সকল প্রকার আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থাসহ উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। চিকিৎসাসেবায় সকল প্রতিবন্ধকতা কাটিয়ে তুলতে আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top