শফিকুল ইসলাম: রৌমারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
![]() |
রৌমারীতে প্রাথমিক শিক্ষকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত |
রবিবার (২৩ মার্চ) রৌমারী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন:
উক্ত অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল আলম, ও জেসমিন আকতারা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, বাংলাদেশ জামায়াতী ইসলামী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, রৌমারী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্য্যক্ষ শহীদ রেজাউল কবির লেবু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব আরিফুর রহমান রুবেল, খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, মডেল সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম রিজু, বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান খন্দকার, চর বামনের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, সহকারি শিক্ষক আক্তারুজ্জামান লাভলু, আমজাদ হোসেন ও আবু আসাদ বাবু।
এছাড়াও দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষক, শ্রমিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ সহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল সরকার, সহকারি শিক্ষক আব্দুল মালেক ও শহীদ হুমায়ুন কবীর জুয়েল।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।