শফিকুল ইসলাম: রৌমারীতে গনঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গনঅধিকার পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
![]() |
রৌমারীতে গণঅধিকার পরিষদের ইফতার ও দোয়া মাফফিল |
গণঅধিকার পরিষদের দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধিজন, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ।
আরও পড়ুন:
এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামাতের আমীর মো. হায়দার আলী, এনসিবির আহŸায়ক মো. সবুজ আহমেদ, গনঅধিকার পরিষদের আহŸায়ক মো. আবুল কালাম আজাদ ও সদস্য সচিব কবির হোসেন সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী সিরাজুল ইসলাম সিরাজ সহ-সভাপতি, গনঅধিকার পরিষদ কুড়িগ্রাম জেলা, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর, ও পেশাজীবী অধিকার পরিষদ।
সভাপতি তার বক্তব্যে বলেন, রৌমারী ও রাজিবপুরের জরুরী চৌকি আদালত প্রয়োজন। কারন রৌমারী ও রাজিবপুর থেকে একদিন লাগে জেলা আদালতে পৌঁছাইতে এটা অনেক সময় সাপেক্ষ যদি আমাদের রৌমারীতে চৌকি আদালত প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সময় ও অর্থ অপচয় হবে না।
তিনি আরও বলেন, কুড়িগ্রাম ৪ আসনের ৩০ ভাগেরও বেশি চর অঞ্চল কিন্তু চরাঞ্চলের মানুষ বিগত বছর থেকে অবহেলিত যদি পার্বত্য চট্টগ্রামে পার্বত্য উপদেষ্টা বা মন্ত্রী থাকে তাহলে অবশ্যই চরাঞ্চলের জন্য চর বিষয়ক উপদেষ্টা ও মন্ত্রী চাই।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।