কুড়িগ্রামে মউশি শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ
0

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পাস এবং বেতনভাতাসহ ৫দফা দাবিতে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামে মউশি শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন
কুড়িগ্রামে মউশি শিক্ষক কল্যাণ পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


রবিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন করে মউশি শিক্ষক কল্যাণ পরিষদ বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা। মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, মউশি শিক্ষক পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ¦ আ: ছালাম, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাও: মো: সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুস ছাত্তার সরদার, সদর উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের শিক্ষিকা উম্মে সালমা প্রমুখ।

আরও পড়ুন:

এ সময় বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পে নিয়োজিত মসজিদের ইমাম, শিক্ষিত বেকার, প্রতিবন্ধী ব্যক্তিসহ যুব সমাজ ও মহিলা শিক্ষিকারা আন্তরিকতার সাথে পাঠদান করে আসছে। এ প্রকল্পের মাধ্যমে প্রাক-প্রাথমিক শিক্ষা বিস্তার ও স্বাক্ষরতার হার বৃদ্ধি, কুরআন শিক্ষা, বাল্য বিবাহ এবং মাদকসহ সন্ত্রাস প্রতিরোধে সরকার গৃহীত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখছে।

এ প্রকল্পের আওতায় কর্মরত মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষিকাদের দিক বিবেচনাসহ বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জাতীয় স্বার্থে এই প্রকল্পটিকে আউটসোর্সিং এর আওতাভুক্ত করা যাবে না। তাই ৮ম পর্যায়ে প্রকল্পটি নতুনভাবে রমজান মাসের মধ্যে পাস করে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চালু রাখার দাবী জানানো হয়। এছাড়া ঈদুল ফিতরের পূর্বেই সকল শিক্ষক-শিক্ষিকাসহ জনবলের বকেয়া বেতন পরিশোধ আহ্বান জানান বক্তারা।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top