জামালপুরে ফসলি জমির মাটি উত্তোলনের প্রতিবাদে মানবন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার সীমান্তবর্তী হাটমাগুরা এলাকায় ড্রেজার বসিয়ে ফসলি জমির মাটি উত্তোলনের প্রতিবাদে মানবন্ধন করেছেন এলাকার কৃষকরা।

জামালপুরে ফসলি জমির মাটি উত্তোলনের প্রতিবাদে মানবন্ধন
জামালপুরে হাটমাগুরায় ফসলি জমির মাটি উত্তোলনের প্রতিবাদে কৃষকদের মানবন্ধন 


৯ মার্চ দুপুরে এই মানববন্ধনের আয়োজন করেছে।


মানববন্ধনে অভিযোগ করা হয়, জোড়খালি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মজিবুর রহমান এবং শ্রমিক লীগ নেতা মোস্তাফিজুর রহমানের যোগসাজসে হাটমাগুরা এলাকার তিন ফসলি জমি থেকে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন করে আসছে। এতে পুরো এলাকার কৃষি জমি হুমকিতে পড়েছে। বাধা দিতে গেলে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে নিরীহ কৃষকদের হয়রানি করা হচ্ছে।প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না। 

আরও পড়ুন:

মানববন্ধনে  বক্তব্য রাখেন-ভুক্তভোগী খোরশেদ আলম, মকবুল হোসেন, জুলহাস উদ্দিন, তোজাম আকন্দ, নার্গিস আক্তার, সখীতন বেগম প্রমুখ।


 জোড়খালী ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।জমি ক্রয় করে সেখান থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করে মহাসড়ক নির্মাণ করা হচ্ছে।


এ ব্যাপারে মাদারগঞ্জ উপজলো সহকারী কমিশনার (ভূমি) সায়েদা খানম লিজা এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল সরেজমিনে গিয়ে কয়েকবার মাটি তোলার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও মাটি উত্তোলন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top