গ্রেপ্তারের আশঙ্কায় জি এম কাদের

Seba Hot News : সেবা হট নিউজ
2 minute read
0

সেবা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) ঢাকায় ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

গ্রেপ্তারের আশঙ্কায় জি এম কাদের
গ্রেপ্তারের আশঙ্কায় জি এম কাদের


শনিবার রংপুরে এক ইফতার-পরবর্তী দলীয় আলোচনা সভায় তিনি এ অভিমত তুলে ধরেন। গতকাল শুক্রবার থেকে চার দিনের সফরে রংপুরে অবস্থানরত জি এম কাদের দাবি করেন, ঢাকা থেকে এক ব্যক্তি তাঁকে ফোন করে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন:

রংপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় জি এম কাদের বলেন, "ঢাকা থেকে একজন আজ বলেছে, আপনি ঢাকায় গেলে অ্যারেস্ট (গ্রেপ্তার) হতে পারেন। রংপুরের লোকের সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকার সাহস পাবে না।" তবে তিনি দৃঢ়ভাবে জানান, গ্রেপ্তারের ভয়ে তিনি আতঙ্কিত নন: "আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না।"


তাঁর বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগও উঠে আসে। জি এম কাদেরের মতে, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে একটি নতুন দল গঠনের মাধ্যমে নির্বাচনে প্রভাবিত করার চেষ্টা চলছে। তিনি বলেন, "ওনাদের মধ্যে সুন্দর বন্দোবস্ত হয়েছে—প্রতিযোগী কমাতে আওয়ামী লীগকে 'গর্তে' আর জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বের করতে 'দোসর' প্রচারণা চালানো হচ্ছে।"


সরকারের সমালোচনা করতে গিয়ে তিনি আরও অভিযোগ তোলেন, জাতীয় পার্টির সমাবেশ, অফিসে হামলা ও জনসমর্থন ভাঙতে ইফতার মাহফিলে বাধার মতো ঘটনাগুলো ইচ্ছাকৃত। "আমাদের জনগণ থেকে বিচ্ছিন্ন করে হতাশ করার লক্ষ্যে এ কাজ করা হচ্ছে," বলেন তিনি।


এছাড়া, জুলাইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী ছাত্র নেতৃত্বের ভূমিকা নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন জি এম কাদের। তাঁর মতে, ক্ষমতার লোভে ছাত্র নেতারা বন্ধু থেকে শত্রুতে পরিণত হচ্ছেন: "এদের ক্ষমতার আসর পড়েছে। পুলিশ ও সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নিয়ে জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলা হচ্ছে।"


রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে এ আলোচনায় বিশেষ অতিথি ছিলেন দলের অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াছিরের সঞ্চালনায় সভাটি প্রায় ৪০ মিনিট ধরে চলে।


জি এম কাদেরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে সরকার বা আইনপ্রয়োগকারী সংস্থার পক্ষ থেকে এখনো তাঁর এ অভিযোগের প্রতি কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top