সেবা ডেস্ক: মেহেরপুর সদরের মনোহরপুর গ্রামে বাহারাইন প্রবাসী মফিজুর রহমানের সাথে সম্প্রতি ঘটে এক ভয়াবহ ও অমানবিক ঘটনা, যেখানে পূর্ব শত্রুতার কারণে পুকুরে বিষ প্রয়োগ করে মারা হয়েছে কয়েক লাখ টাকার মাছ। এই ঘটনা গ্রামে আতঙ্ক সৃষ্টি করেছে অন্যান্য মাছ চাষিদের মাঝেও।
![]() |
নিমিষেই শেষ হলো প্রবাসীর মাছ চাষের স্বপ্ন |
জানা যায়, ভুক্তভোগী মাছ চাষী রবিউল ইসলাম ও তার ছোট ভাই, বাহারাইন প্রবাসী মফিজুর রহমান, কয়েক বছর ধরে মনোহরপুরের একটি পুকুরে মাছ চাষ করে আসছিলেন। বিশেষ করে গত ২ বছরে তারা পুকুর থেকে একটি মাছও বিক্রি করেননি। তবে, চলতি রমজানে মাছ বিক্রি করার পরিকল্পনা ছিল তাদের, এবং বাজারে বিক্রি করে অন্তত ৬ লাখ টাকা আয় করার প্রত্যাশা ছিল।
কিন্তু ১০ মার্চ সকালে রবিউল ইসলাম যখন পুকুরে যান, তখন তিনি দেখেন মরে ভেসে উঠেছে হাজার হাজার মাছ। কিছু মাছ তীরে এসে ছটফট করছে মৃত্যুর কষ্টে। পুকুরের তীরে পড়ে থাকা বিষের বোতল দেখে তিনি নিশ্চিত হন যে, পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।
আরও পড়ুন:
এমন ভয়াবহ ঘটনায় এলাকার মাছ চাষিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং রবিউল ইসলামসহ স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তারা চান, দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।
এই ঘটনাটি একদিকে প্রমাণ করছে পূর্ব শত্রুতার কারণে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, অন্যদিকে এলাকার মাছ চাষিদের জন্যও এটা এক বড় ক্ষতির বিষয়, যেহেতু তারা একে অপরের প্রতি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।