জামালপুরে এক্স ক্যাডেট এসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: ‘ঈদের খুশি সবার তরে, ছড়িয়ে পড়–ক ঘরে ঘরে’ এই স্লোগান নিয়ে জামালপুরে হতদরিদ্র, প্রতিবন্ধী, হিজড়া ও স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

জামালপুরে এক্স ক্যাডেট এসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ
জামালপুরে হতদরিদ্রদের মাঝে এক্স ক্যাডেট এসোসিয়েশনের ঈদ উপহার বিতরণ


শনিবার দুপুরে শহরের বোষপাড়া আরামবাগ এলাকায় এক্স ক্যাডেট এসোসিয়েশন জামালপুর এসব ঈদ সামগ্রী বিতরণ কর্মসুচির আয়োজন করে।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও এক্স ক্যাডেট এসোসিয়েশন জামালপুরের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। 

আরও পড়ুন:

এছাড়াও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সাবেক ব্যাংক কর্মকর্তা সুরুজ আলী, সেন্ট্রাল ইউমেন্স কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক রাফিউল আজম, বাংলা টিভির সাংবাদিক নুর মো: ফজলুল করিম কাওছারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, সবার মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে প্রতিবছর এক্স ক্যাডেট এসোসিয়েশন দরিদ্র, অসহায়, অনগ্রসর ও স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ উপহার প্রদান করে থাকে। 

এছাড়াও বিভিন্ন দুর্যোগে মানবিক সহায়তা নিয়ে বিপদাপন্ন মানুষের পাশে দাড়ায় সংগঠনটি। এক্স ক্যাডেট এসোসিয়েশন আগামী দিনেও যেন তাদের এসব মানবিক কার্যক্রম অব্যাহত রাখে সেজন্য সমাজের সকল পর্যায়ের মানুষকে সহযোগীতা করার আহবান জানান। পরে দেড় শতাধিক হতদরিদ্র, প্রতিবন্ধী, হিজড়া ও স্বল্প আয়ের মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, চাল, তেল, আলু, পেয়াজ ইত্যাদি।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top