সেবা ডেস্ক: বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেছেন, দেশে ধর্ষণ, নারী নির্যাতন ও সামাজিক অবক্ষয়ের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
![]() |
শিক্ষাঙ্গনে নিরাপত্তাহীনতা ও দেশব্যাপী সংঘঠিত ধর্ষণের শাস্তি নিশ্চিত করুন -বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন |
বিশেষ করে শিক্ষাঙ্গন; যেখানে ছাত্র-ছাত্রীদের নিরাপদ থাকার কথা, সেখানেও তারা আজ নিরাপত্তাহীনতায় ভুগছে এবং যৌন সহিংসতার শিকার হচ্ছে। এটি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক ও উদ্বেগজনক। আজ (১0 মার্চ) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।
আরও পড়ুন:
দেশব্যাপী সংঘঠিত ধর্ষনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, মাগুড়ায় শিশু আছিয়াকে ধর্ষনের ঘটনায় জাতি সঙ্কিত। দেশে ধর্ষনসহ অন্যান্য অপরাধের বিচারের দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার কারণে এমন অমানবিক ঘটনা ঘটছে।
দেশের জনগণ আল্লাহ প্রদত্ত ধর্ষনের কঠোর শাস্তির বিধান বাস্তবায়নের প্রত্যাশা করছে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমরা নিম্নলিখিত দাবি জানাচ্ছি—
- ধর্ষণের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
- শিক্ষাঙ্গনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা।
- পর্নোগ্রাফি, অশ্লীলতা ও মাদকের বিস্তার রোধ করা।
- নৈতিক ও ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করা।
- ধর্ষণের বিরুদ্ধে কঠোরতম আইন প্রয়োগ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা।
নেতৃদ্বয় বলেন, সমাজ থেকে ধর্ষণ ও অনৈতিকতা নির্মূল করতে হলে ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করা জরুরি। সকল প্রকার অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তারা।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।