কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আইন শৃংঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
![]() |
আইন শৃংঙ্খল রক্ষায় কাজিপুর থানা পুলিশের সাড়াশি অভিযান-এক মাসে গ্রেফতার ২৬ |
একই সাথে সচেতনতা বাড়াতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে আইন শৃংঙ্খলা নিয়ে আলোচনা করছেন। নারীদের সচেতন করতে নারী সমাবেশে বক্তব্য রাখছেন ওসি।
থানার দেয়া তথ্যমতে গত এক মাসে ওয়ারেন্ট মূলে-১২ জন, নিয়মিত মামলায়-১৩ জন, ফৌঃকাঃ বিঃ ১৫১ ধারায়-০১ সহ মোট ২৬ জন আসামী গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে কাজিপুর থানা পুলিশ। এরমধ্যে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামীও রয়েছে।
আরও পড়ুন:
কাজিপুরের বাইরে গিয়ে অভিযান চালিয়ে অনেক পলাতক আসামীকে আটক করে নিয়ে এসেছে থানা পুলিশ। বৃহস্পতিবার এসব তথ্য নিশ্চিত করেছেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম।
ওসি জানান, গত ২৩ ডিসেম্বর ধারা-১০৯/৪৪৭/৩২৩/১১৪/৩০২/৩৪ পেনাল কোড, এর এজাহার নামীয় ১নং আসামী শাহরিয়ার মোঃ বিপ্লব মহুরী(৪০)কে পুলিশ গত ২৫ ফেব্রুয়ারি ডিএমপির শাহবাগ থানা হতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে ৭ (সাত) দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ পরদিন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়া কাজিপুরের আইন শৃংঙ্খলা রক্ষায় সচেনতা সৃষ্টির অংশ হিসেবে কাজিপুর থানার ওসি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন। এসময় দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সবার প্রতি তিনি আহবান জানান। এছাড়া নিয়মিত টহল পুলিশের নজরদারী অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এছাড়া একাধিক নারী সমাবেশে তিনি আইন-শৃংঙ্খলা মেনে চলা ও এলাকার চুরি ডাকাতির ক্ষেত্রে সচেতন হওয়া ও নিজেদের সুরক্ষার নানা বিষয়ে আলোচনা করেছেন বলে জানান তিনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।