কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ‘অধিকার, সমতা ও ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।
![]() |
কাজিপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত |
শনিবার (৮ মার্চ ) সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কাজিপুরের আয়োজনে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
আরও পড়ুন:
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, ব্রাক প্রতিনিধি শরিফুল ইসলাম, জামাত ইসলামি বাংলাদেশ এর মহিলা প্রতিনিধি কামরুন্নাহার , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি শেখ রাসেল, নারী প্রতিনিধি রোজিনা খাতুন ও শিক্ষার্থী শারমিন খাতুন। এ সময় জেন্ডার প্রমোটর সোহেল রানা, নারী উদ্যোক্তা উম্মে হাবিবাসহ সাংবাদিক ও নারী সদস্যগণ উপস্থিত ছিলেন।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।