আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনন্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
![]() |
জামালপুরে ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন |
সোমবার দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ চত্বরে কলেজ শাখা ছাত্রদল এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বোরহান উদ্দিন, সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব, যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন স্বপন, শান্ত, নিশাতসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আরও পড়ুন:
এ সময় বক্তারা বলেন, সারাদেশে একের পর এক ধর্ষণ, নারীদের উপর সহিংসতা, নিপীড়ন, মব জাস্টিসের ভয়াবহ ঘটনা ঘটছে। কিন্তু সরকার এসব নিরসনে কোন পদক্ষেপ না নিয়ে বরং নিরব ভূমিকা পালন করছে। কার্যকর পদক্ষেপ না নেয়ায় আইন উপদেষ্টার পদত্যাগ দাবী করেন তারা। নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারের কাছে সকল অপরাধের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের দাবী জানান বক্তারা।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।