জামালপুরে এক হতদরিদ্র পরিবারকে ছাত্রদলের ঈদ সামগ্রী প্রদান

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে এক হতদরিদ্র পরিবারকে জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার পক্ষ থেকে ঈদ সামগ্রী উপহার দেয়া হয়েছে। 

জামালপুরে এক হতদরিদ্র পরিবারকে ছাত্রদলের ঈদ সামগ্রী প্রদান
জামালপুরে এক হতদরিদ্র পরিবারকে ছাত্রদলের ঈদ সামগ্রী প্রদান


রবিবার (৩০ মার্চ) দুপুরে জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামের সমাজন বেগমের হাতে এই ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।

আরও পড়ুন:

বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে হতদরিদ্র সমাজন বেগম ও তার প্রতিবন্ধী ছেলের অসহায় জীবন চিত্র নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচারিত হলে তা ছাত্রদলের নেতাদের নজরে আসে। এরপর আজ রবিবার জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সদস্য সচিব রাকিবুল হাসান রাকিবের নেতৃত্বে সমাজন বেগমের বাড়িতে গিয়ে নেতারা ঈদ সামগ্রী পৌছে দেন। এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো: কিরণ হোসেন, শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন, ছাত্রনেতা মোস্তাক আহমেদ, হামিম, বিপুলসহ অন্যানরা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার সদস্য সচিব রাকিবুল হাসান রাকিব জানান, গত ২৯ মার্চ ডিবিসি নিউজে প্রচারিত একটি সংবাদের মাধ্যমে জানতে পারি সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বেপারিপাড়া গ্রামের সমাজন বেগম তার মানসিক প্রতিবন্ধী ছেলে মুস্তাকিমকে নিয়ে কখনো খেয়ে আবার কখনো না খেয়ে রমজান পার করছে। নিউজটি দেখেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদ সামগ্রী নিয়ে পরিবারটির পাশে দাড়ায় ছাত্রদল নেতৃবৃন্দ। সরকার ও সমাজের বিত্তবান ব্যাক্তিদের এই অসহায় পরিবারকে সহযোগীতা জন্য এগিয়ে আসার আহবান জানান তিনি। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে গরুর মাংস, সেমাই, চিনি, চাল, ডাল, তেল, আলু, পেয়াজ ইত্যাদি। ছাত্রদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জামালপুরের সচেতন ব্যাক্তিরা।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top