জামালপুর সংবাদদাতা: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা এলাকার বড় খাল ব্রিজের পাশ থেকে শাহীন আলম (৪৩) এর মৃতদেহ উদ্ধার করেছে শ্যামগঞ্জ কালিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ।
![]() |
জামালপুরে ১১ মামলার আসামীর লাশ উদ্ধার |
১৮ মার্চ সকাল ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন একজন ড্রাইভার।
তদন্ত কেন্দ্রের আইসি ফিরোজ মিয়া জানান-সকালে অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মৃতদেহ উদ্ধার শেষে থানায় আনার পর তার প্রথম স্ত্রী জরিনা বেগম স্বামীর লাশ সনাক্ত করেন।
আরও পড়ুন:
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান-নিহত ব্যক্তির লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী জরিনা বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। তার বিরুদ্ধে ১১টি মামলাও আছে। সব কিছু মিলে তদন্ত চলছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।