লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
![]() |
ইসলামপুরে পার্থশী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল |
শুক্রবার পার্থশী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।
আরও পড়ুন:
উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আজিজ প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল,উপজেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত,পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার আলম বিপুল,সাবেক চেয়ারম্যান আব্দুর রৌফ দানু, ফিরোজ খান লোহানী,সাবেক ছাত্রনেতা শফিক সেলিম প্রমূখ।
এছাড়াও পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মনিরুল করিম,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,সাখাওয়াত হোসেন সুজন, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।