বেগম জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে বিএনপির দোয়া মাহফিল

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে ৮০ ও ৯০ দশকের বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে বিএনপির দোয়া মাহফিল
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জামালপুরে বিএনপি নেতাকর্মীদের দোয়া মাহফিল


রবিবার বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে ৮০ ও ৯০ দশকের জামালপুর বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দের ব্যানারে এই দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।  

জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক একরাম উদ-দৌলা সিদ্দিকী ময়নার সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক। 

আরও পড়ুন:

এছাড়াও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান ও জেলা বিএনপির সাবেক আহবায়ক আমজাদ হোসেন ভোলা মল্লিক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আরমান, জেলা জাসাসের সাবেক আহবায়ক হাফিজুল ইসলাম সজল, শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের সাবেক জিএস এনামুল হক মিলন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক ভিপি মনোয়ার হোসেন লিয়ন, সাবেক ছাত্রনেতা একরামুল হক খান সজিব প্রমূখ বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশকে এগিয়ে নিতে ১৯ দফা কর্মসুচি দিয়েছেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দূরদর্শী রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে এখন ৩১ দফা কর্মসুচি ঘোষণা করেছেন। স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী হামলা, মামলা, জেল, জুলুম, নির্যাতনের শিকার হয়েছে। এখন সেসব নির্যাতিত ত্যাগী নেতাকর্মীদের দলে মূল্যায়ণের দাবী জানান বক্তারা। 

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায়সহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা কামনা এবং দেশবাসীর শান্তি কামনা করে দোয়া করা হয়।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top