সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১২ মার্চ) নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়।
![]() |
বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি ঘোষণা |
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব আলহাজ্ব মানিক সওদাগর এবং সাধারণ সম্পাদক হয়েছেন জনাব জাহিদুল ইসলাম প্রিন্স।
অন্যদিকে, পৌর বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জামালপুর জজ কোর্টের পিপি জনাব আনিসুজ্জামান গামা এবং সাধারণ সম্পাদক হয়েছেন জনাব মো. সাইফুল ইসলাম শাকিল তালুকদার।
নতুন কমিটি ঘোষণার পর বুধবার রাতেই বকশীগঞ্জ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিলের আয়োজন করেন। মিছিলে নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত মাসের ১৮ তারিখে বকশীগঞ্জের খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে দলটির স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ও বিভক্তি দেখা দেওয়ার কারনে নতুন কমিটির ঘোষনা দেওয়া হয়নি।
বিস্তারিত আসছে......
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।