কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আনোয়ারা আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়েছে।
![]() |
কাজিপুরে আনোয়ারা আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ঈদ সামগ্রি বিতরণ |
বৃহস্পতিবার সকাল দশটায় আনোয়ারা আজাদ কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট প্রাঙ্গণে এই সংস্থাটি তিনশ মানুষকে চাল, চিনি, সেমাই ও আলু প্যাকেট প্রদান করেন।
আরও পড়ুন:
বিতরণকালে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান একেএম রেজাউল করিম বুলবুল, অনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা মারজিয়া বেগম, সহকারি অধ্যাপক নাজমুল হক প্রম‚খ। উলেখ্য এই সংস্থাটি পনের বছর যাবৎ ঈদ সামগ্রি বিতরণ করে আসছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।