বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
![]() |
বকশীগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার |
সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ফরহাদ হোসেন (৪৭) ও শহিদুল্লাহ (৫০) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন পৌর এলাকার পশ্চিমপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তিনি বকশীগঞ্জ পৌর যুবলীগের সদস্য।
আরও পড়ুন:
অপর আসামি মো. শহিদুল্লাহ মেরুরচর ইউনিয়নের আইরমারী গ্রামের আক্কাছ আলীর ছেলে। তিনি মেরুরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তাদেরকে ২০২৪ সালের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে গ্রেপ্তারকৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।