কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে ব্যবসায়ী নয়ন সরকারের বাড়িতে আগুন দেয়ার মামলার একমাত্র আসামী শিবলী রেজা বাবুকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
![]() |
কাজিপুরে ব্যবসায়ীর বাড়িতে আগুন দেয়া মামলার আসামী গ্রেপ্তার |
মঙ্গলবার দুপুরে উপজেলার সোনামুখী বাজার এলাকায় অভিযান চালিয়ে জনগণের সহায়তায় বাবুকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে গত শনিবার দিবাগত রাতে চাঁদা চেয়ে না পেয়ে ওই ব্যবসায়ীর ঘর বাইরে থেকে তালা মেরে আগুল লাগিয়ে দেয় শিবলী রেজা ওরফে বাবু।
আরও পড়ুন:
পরদিন রবিবার বিকেলে বাবুকে আসামী করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী নয়ন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ইতোপূর্বে কাজিপুর থানায় চারটিসহ পাশ্ববর্তী ধুনট থানায় দুটি মামলা রয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করে সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।