জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে সহপাঠীদের সাথে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে আয়েশা সিদ্দিকা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
![]() |
দেওয়ানগঞ্জে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু! |
শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সুতারের বিলে ওই শিশুর মৃত্যু হয়।
আয়েশা সিদ্দিকা চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মুকিরচর গ্রামের পল্লী চিকিৎসক নজরুল ইসলামের মেয়ে।
আরও পড়ুন:
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল থেকে স্থানীয়রা সুতারের বিলে মাছ ধরতে যায়। বাড়ির পাশে হওয়ায় শিশু আয়েশা তার সহপাঠীদের সঙ্গে সুতারের বিলে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে বিলের পানিতে ডুবে যায় শিশু আয়েশা সিদ্দিকা। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয়রা মরদেহ তার মরদেহ উদ্ধার করে।
ঈদের আগে শিশু আয়েশার মৃত্যুতে পরিবারের ঈদ আনন্দ মাটি হয়ে গেছে। এতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
পানিতে শিশুর মৃত্যুর বিষয়টি স্বীকার করে দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আ: রহিম জানান, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।