জামালপুরে রক্তের বন্ধনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সরকারি আশেক মাহমুদ কলেজ মিলনায়তনে রক্তের বন্ধন এই সম্মেলনের আয়োজন করে।

জামালপুরে রক্তের বন্ধনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত
জামালপুরে রক্তের বন্ধনের ৫ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, হাসান সভাপতি, সীমান্ত সাধারণ সম্পাদক


সম্মেলনে মো: হাসান আলীকে সভাপতি ও মো: হামিদুল হক সীমান্তকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।  

রক্তের বন্ধনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ, রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা ও প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মো: হারুন অর রশিদ। 

আরও পড়ুন:

বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: শাহাদৎ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তারিকুল ইসলাম রনি, যুব রেড ক্রিসেন্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াসীন ইবনে মাসুদ সোহেল, জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোষ্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম বুলবুল। 

এছাড়াও রক্তের বন্ধনের উপদেষ্টা শংকর চন্দ্র কর্মকার গোপাল, নাগরিক অধিকার কর্মী অ্যাডভোকেট ইউসুফ আলী, রক্তের বন্ধনের সহ সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহরিয়া আলম আসাদ, কোষাধ্যক্ষ নাহিদ মন্ডলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা বলেন, গত ১৪ বছরে পনের হাজার ব্যাগের অধিক স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে রক্তের বন্ধন। 

সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে নতুন উদ্যমে সংগঠনটি আরও সামনের দিকে এগিয়ে যাবে। তবে রক্তের বন্ধনের রক্তদান সেবা অব্যাহত রাখতে সমাজের বিত্তবানসহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সহযোগীতা নিয়ে এগিয়ে আসার জন্য আহবান জানান বক্তারা। 

পরে মোট ১৪ জনকে সেরা রক্তদাতা, শ্রেষ্ঠ সংগঠক ও সেরা রক্তসংগ্রহকারীর সম্মাননা পদক প্রদান করা হয়। 

এরপর মো: হাসান আলীকে সভাপতি ও মো: হামিদুল হক সীমান্তকে সাধারণ সম্পাদক করে দুই বছর মেয়াদী কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান অতিথি অধ্যক্ষ অধ্যাপক মো: হারুন অর রশিদ। 

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি যথাক্রমে মোহাম্মদ আবুল কালাম আজাদ, শাহরিয়া আলম আসাদ, ইমতিয়াজ মোরাদ ইমতি, ফাহরিয়া জান্নাত, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে নাহিদ মন্ডল, মাসুদ রানা, সানজিনা আক্তার তন্নি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, কোষাধ্যক্ষ কাওসার মিয়া, দপ্তর সম্পাদক এ এইচ আকাশ, প্রচার ও জনসংযোগ সম্পাদক মুত্তাসিম বিল্লাহ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো: আকরাম হোসেন, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আসমাউল আসিফ, আনিসুর রহমান ফকির, মো: আফজাল হোসেন, রনি মিয়া, মামুন, সুজা মিয়া, মো: রুহুল আমীন।  




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top