জামালপুরে ১৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল মদসহ আটক - ৩

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

জামালপুরে ১৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল মদসহ আটক - ৩
জামালপুরে ১৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ তিনজন আটক


বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার।

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শহরের মনিরাজপুর ছোটগড় এলাকায় জামালপুর মেডিকেল কলেজ সংলগ্ন হাফিজুর রহমান আকন্দের পতিত জায়গায় অভিযান চালিয়ে একটি ড্রাম ট্রাকের উপর দুইটি গাড়ির ভিতরে থাকা ৯টি বস্তা থেকে ১ হাজার ৪৩৪ বোতল ফেনসিডিল ও ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। 

আরও পড়ুন:

এ সময় মেলান্দহ উপজেলার চর বাগবাড়ী গ্রামের মৃত ওমর আলী মন্ডলের ছেলে আব্দুল মালেক খোকন (৪৭), ভাবকী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুর রহমান বাবু (২৪), পাঠুনিপাড়া গ্রামের সোহরাবের ছেলে হাফিজুর রহমানকে (৪০) গ্রেফতার করা হয়। 

এ সময় ঘটনাস্থল থেকে একজন পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের মধ্যে আব্দুল মালেক খোকনের নামে মেলান্দহ থানায় একটি চুরির মামলা রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ার আরও বলেন, মদসহ গাড়ি তিনটিও জব্দ করা হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। 

প্রেস ব্রিফিংয়ে জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ রাশেদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

banner

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top