বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩৫ বিজিবির ব্যাটালিয়নের কামালপুর বিওপির সদস্যদের মাদক বিরোধী অভিযানে ৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে আটক করা হয়েছে।
![]() |
বকশীগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ ২ জন আটক |
এসময় একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, চারটি সিম কার্ড জব্দ করা হয়।
বুধবার ( ৫ মার্চ) দুপুরে জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচ্লক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন:
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, 'মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়' এই স্লোগান সামনে রেখে ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের দিক নির্দেশনায় বুধবার দুপুরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী রামরামপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ বাট্টাজোড় পশ্চিম দত্তেরচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৯) ও উঠানো পাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে রাসেল রানাকে (১৯) আটক করেন কামালপুর বিওপির বিজিবির সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল, চারটি সিম কার্ড জব্দ করা হয়।
আটককৃত আসামী সহ, জব্দকৃত মাদকদ্রব্য, চোরাচালানী মালামাল বকশীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।