সেবা ডেস্ক: সাংবাদিক গোলাম মওলা রনি নারীদের সাহস ও বিপ্লবী ভূমিকা নিয়ে ব্যতিক্রমী মন্তব্য করেছেন। তার ফেসবুক পোস্টে বিপ্লবী নারীদের বীরত্ব নিয়ে করা মন্তব্য ভাইরাল হয়েছে।
![]() |
বিপ্লবী নারীদের প্রশংসায় গোলাম মওলা রনি, কী বলেছেন তিনি |
পরিচিত সাংবাদিক গোলাম মওলা রনি সম্প্রতি নারীদের সাহস ও বিপ্লবী ভূমিকা নিয়ে একটি ব্যতিক্রমী মন্তব্য করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তুলেছে।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন,
“বেগম রোকেয়ার সেই নারীস্থানের বাসিন্দা হবার জন্য দৌড়াচ্ছে পুরুষরা।”
তিনি আরও লিখেছেন, “সাহস দেখানোর ক্ষেত্রে দুনিয়ায় নারীরা সব সময় এগিয়ে কেন, তা আমার মাথায় ঢোকে না! রানী নেফারতিতি, চাঁদ সুলতানা, জোয়ান অব আর্ক যেমন অমর, তেমনি আমার দেশে ইলা মিত্র, প্রীতিলতা, সুফিয়া কামাল, জাহানারা ইমাম— এদের বীরত্ব আমাদের মতো কাপুরুষদের জন্য জীবন্ত চপেটাঘাত।”
গোলাম মওলা রনি তার পোস্টে আরও বলেন, “জুলাই-আগস্ট বিপ্লবে মেয়েরা বন্দুক ও বুলেটের সামনে কোনো স্বার্থ ছাড়াই ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক তেমনই বিপ্লব-পরবর্তী দমন-পীড়নের বিরুদ্ধে তারা এখনো ঝুঁকি নিচ্ছে। আর আমরা তথাকথিত পুরুষরা শুধু বেগম রোকেয়ার সেই নারীস্থানে দৌড়াচ্ছি!”
তার পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় এবং নানান ইতিবাচক মন্তব্য জমা হতে থাকে। অনেকেই তার এই দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন এবং নারীদের সাহসিকতার স্বীকৃতি দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।