ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর ও লুটপাট

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: বিক্ষোভের পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর ও লুটপাট
ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর ও লুটপাট


রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি ভাঙচুর ও অগ্নিসংযোগের পর এখন লুটপাটের শিকার হচ্ছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে, নিম্ন আয়ের মানুষ ও পথশিশুরা বাড়িটির ধ্বংসাবশেষ থেকে টিন, লোহা-রড, এমনকি শেখ মুজিব ও তার পরিবার নিয়ে লেখা বইও নিয়ে যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত থেকেই এ লুটপাট চলছে, যা সকাল থেকে আরও বেড়েছে।


এর আগে, বুধবার রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তৃতা প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা বাড়িটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। রাত ৮টা ৪০ মিনিটে ভবনের তৃতীয় তলায় আগুন জ্বলতে দেখা যায়। পরে ক্রেন, বুলডোজার এবং এক্সক্যাভেটর দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬১ সাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই বাড়িতে সপরিবারে বসবাস করতেন। এ বাড়ি থেকেই তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। ১৯৯৪ সালের ১৪ আগস্ট থেকে বাড়িটি 'বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর' হিসেবে পরিচিতি পায়। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top