আসমাউল আসিফ, জেলা প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে শতাধিক সমবায় সমিতির নামে আত্মসাতকৃত প্রায় দুই হাজার কোটি টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও উপজেলা অফিস ঘেরাও করেছে ভুক্তভোগীরা।
![]() |
মাদারগঞ্জে আমানত ফেরতের দাবীতে উপজেলা পরিষদ ঘেরাও |
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে মাদারগঞ্জে এই বিক্ষোভ কর্মসুচি করে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের সহায়ক কমিটি।
দুপুরে উপজেলার শহীদ মিনার চত্বরে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত কয়েক হাজার ভূক্তভোগী গ্রাহকরা অর্থ ফেরতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে। পরে বিক্ষুব্ধ আমানতকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে ও বিক্ষোভ করে। এ সময় মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের সহায়ক কমিটির আহ্বায়ক শিপলুল বারী, মো: শফিকুল ইসলাম, সোনা মিয়া, দিদারুল আলম মিন্টুসহ অন্যান্য গ্রাহকরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ভিক্ষুক থেকে শুরু করে প্রবাসী, অবসরপ্রাপ্ত চাকুরিজীবী, ছাত্র-শিক্ষক, গৃহিনী, স্কুল-মাদ্রাসা-মসজিদের তহবিলসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাদের সর্বস্ব অর্থ এসব সমবায় সমিতিতে আমানত হিসেবে রাখে। শুরুর দিকে কিছু মুনাফা দিলেও গেলো কয়েক বছর ধরে কোন কিছুই দিচ্ছেনা, বার বার আমানতের টাকা ফেরত চাইলেও টালবাহানা করছে। অনেকেই টাকা না পেয়ে আত্মহত্যা করেছে, অনেক নারীর সংসার ভেঙ্গে গেছে, সমবায় সমিতিতে টাকা জমা থাকলেও অর্থাভাবে অনেক মানুষ চিকিৎসা করাতে পারছেনা। সমবায় সমিতিতে নিজের আমানতকৃত অর্থ ফেরতে পেতে প্রশাসনের দ্বারস্থ হলেও রহস্যজনক কারনে কোন সহায়তা করছে না, উল্টো অর্থ আত্মসাতকৃত সমবায় সমিতির পক্ষেই কাজ করছে তারা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।