আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে অভিযান পরিচালনা করে দুইটি বেকারীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
![]() |
জামালপুরে দুইটি বেকারীকে দুই লাখ টাকা জরিমানা |
বুধবার দুপুরে শহরের বেশকিছু বেকারী ও রেস্টুরেন্টে জামালপুর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে।
জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। শহরের সকাল বাজার এলাকার কেক ফ্যাক্টরী ও যমুনা বেকারীতে অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন:
এ সময় অনিরাপদ খাদ্য উৎপাদন, অস্বাস্থ্যকর পরিবেশ এবং অনিরাপদ রঙ ব্যবহার করার জন্য এই দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জামালপুর নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ, র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নিয়মিত কার্যক্রমের অংশ ছাড়াও পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে এই ধরনের অভিযান চলমান থাকবে বলে জানা গেছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।