সেবা ডেস্ক: গাজা ভূখণ্ডকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ বানানোর পরিকল্পনা নিয়ে ট্রাম্পের ভিডিও প্রকাশ, বিশ্বব্যাপী সমালোচনার মুখে।
![]() |
গাজার ‘নতুন রূপ’ নিয়ে ট্রাম্পের ভিডিও প্রকাশ: ব্যাপক সমালোচনার ঝড় |
ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডকে ‘মধ্যপ্রাচ্যের রিভিয়েরা’ হিসেবে রূপান্তরিত করার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি বিতর্কিত ভিডিও প্রকাশ করেছেন, যা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। ভিডিওটি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা হয়, এবং এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই ভিডিওতে ট্রাম্পের গাজা ২০২৫ পরিকল্পনার একটি কাল্পনিক দৃশ্য প্রদর্শন করা হয়।
ভিডিওটির শুরুতে প্রশ্ন রাখা হয়েছে, ‘গাজা ২০২৫: এরপর কী?’ এরপর ভিডিওতে মনোরম সৈকত রিসোর্ট দেখানো হয়েছে যেখানে উৎফুল্ল শিশু ও প্রাপ্তবয়স্করা খেলাধুলা করছে এবং বিলাসবহুল হোটেলগুলো গাজার ধ্বংসস্তূপের জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এছাড়া ভিডিওতে ইলন মাস্ক সমুদ্র সৈকতে নাচছেন, খাবার খাচ্ছেন এবং দর্শনার্থীদের মধ্যে নগদ অর্থ ছুঁড়ে মারছেন।
আরও পড়ুন:
এছাড়াও ভিডিওতে দেখা যাচ্ছে ট্রাম্প একজন স্বল্পবসনের তরুণী সঙ্গে নাচছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-র সঙ্গে সূর্যস্নান করছেন। তাদের হাতে বিয়ারজাতীয় পানীয় দেখা যায়।
অদ্ভুতভাবে, ভিডিওতে একটি বেলি ড্যান্সারের দল বালির ওপর নাচছে এবং ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। গানটির কথায় বলা হচ্ছে, ‘ডোনাল্ড তোমাদের মুক্ত করতে আসছেন, সকলের জন্য আলো নিয়ে আসছেন।’ এছাড়া ভিডিওতে ট্রাম্পের বিশাল সোনালী অবয়বও দেখা যায়।
এটা পরিষ্কার যে, এই ভিডিওটিতে ফিলিস্তিনের প্রকৃত অধিকারীদের উপেক্ষা করা হয়েছে এবং ফিলিস্তিনি জনগণ সম্পর্কে কোনও সম্মান প্রদর্শন করা হয়নি। এর ফলে ট্রাম্পের গাজা দখল পরিকল্পনার বিরোধিতা শুরু করেছে আরব দেশগুলোর নেতারা এবং হামাস, যারা জানিয়েছে, তারা গাজা ছেড়ে যাবে না এবং গাজা দখলের যেকোনো পরিকল্পনা রুখে দেবে।
এছাড়া, ট্রাম্পের ভিডিওটি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে, এমনকি তার নিজের সমর্থকদের কাছ থেকেও। ট্রুথ সোশ্যাল ব্যবহারকারীরা ভিডিওটিকে ‘ভয়ঙ্কর’ এবং ‘খারাপ রুচি’ হিসাবে বর্ণনা করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।