সেবা ডেস্ক: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং অবরোধ করেছেন, ফলে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
![]() |
তিতুমীর কলেজের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি |
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে মহাখালী রেলক্রসিং অবরোধ করেছেন প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা। এর ফলে সড়ক ও রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আন্দোলনকারীরা মহাখালী রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ট্রেনটির লোকোমাস্টার লতিফ জানান, উপকূল এক্সপ্রেস ট্রেনটি ৩টা ২৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। রেলগেটে দূর থেকেই লাল পতাকা ও মানুষের জটলা দেখতে পেয়ে তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ট্রেনের গতি কমিয়ে থামান। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।
এর আগে, দুপুর ১২টা ২০ মিনিটে শিক্ষার্থীরা মহাখালী-গুলশান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন, যার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি সরকার মেনে নেবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি এ দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন।
শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।