সেবা ডেস্ক: তুরস্কের জনপ্রিয় ওনলিফ্যানস মডেল আজরানুর এভি ওরফে এজরা ভানদান সম্প্রতি ২৪ ঘণ্টায় ১০০ জন পুরুষের সঙ্গে রাত কাটানোর ঘোষণা দিয়েছিলেন।
![]() |
২৪ ঘণ্টায় ১০০ জন পুরুষের সঙ্গে রাত কাটানোর ঘোষণা এই সুন্দরীর! কিন্তু কেন |
![]() |
২৩ বছর বয়সী এই মডেল লাল অন্তর্বাস পরা একটি ছবি পোস্ট করে এই ঘোষণা করেন। |
![]() |
এজরা জানান, তিনি প্রথমে একটি তুর্কি রেকর্ড ভাঙতে চান, এরপর বিশ্বরেকর্ড। |
![]() |
এর আগে বনি ব্লু নামের আরেক ওনলিফ্যানস মডেল একদিনে ১০৫৭ জন পুরুষের সঙ্গে রাত কাটিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন। |
![]() |
তবে এজরার পরিকল্পনা সফল হয়নি। তার পোস্টটি ইস্তানবুল পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের নজরে আসতেই তাকে গ্রেফতার করা হয়। |
![]() |
'অশ্লীলতা' ছড়ানো ও 'জাতীয় মূল্যবোধের বিরোধী' অভিযোগে তাকে গ্রেফতার করে পুলিস। |
![]() |
পুলিস যখন এজরাকে গ্রেফতার করে, তখন তাঁর কসমেটিক সার্জারি চলছিল। |
![]() |
এজরার সঙ্গে তাঁর ২৫ বছর বয়সী ইরানি স্বামী পেদরাম বেহদর ভানদানকেও গ্রেফতার করে পুলিস। যদিও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। |
![]() |
এই ঘটনার পর এজরা ও পেদরাম বর্তমানে পুলিসের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। |
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।