বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। মোনাজাতটি পরিচালনা করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ
বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ


বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। মোনাজাতটি দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে অনুষ্ঠিত হবে এবং এটি পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা ও শুরায়ি নেজামের শীর্ষ মুরব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

ইজতেমার দ্বিতীয় ধাপে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে দেশ-বিদেশের কয়েক লাখ মুসল্লি তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। মাঠে ৭৬টি দেশ থেকে প্রায় তিন হাজার ৫০ জন বিদেশি নাগরিক অবস্থান করছেন। তাদের সুবিধার্থে পুলিশের পক্ষ থেকে ফরেন টেন্টে সাধারণ ডায়েরির ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।

ইজতেমার দ্বিতীয় ধাপে যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মদপুর, মুন্সিগঞ্জ, জামালপুর, মানিকগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, টাঙ্গাইল, পাবনা, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, নোয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নওগাঁ ও বান্দরবান জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। মোট ৪০টি খিত্তায় ঢাকার একাংশসহ ২২টি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করছেন।

প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে তাবলিগের স্বেচ্ছাসেবক ও গাজীপুর সিটি করপোরেশনের তিন শতাধিক পরিচ্ছন্নতাকর্মী আবর্জনা পরিষ্কারের কাজ শুরু করেন, যা রোববার মাগরিবের আগেই শেষ হয়।

ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের ঢল তুরাগ তীরে সমবেত হয়েছে। মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমা ময়দানে আসছেন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top