কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে অবস্থিত সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে চতুর্থব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠাষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ৪র্থ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত |
রোববার সকাল দশটায় ইন্সটিটিউটের নিজস্ব মিলনায়তনে আলোচনা ও পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের শুরুতে ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
পরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, ইঞ্জিঃ নাসির উদ্দিনে'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান, ইন্সট্রাক্টর শাহ মোঃ নূরুল আহসান, ইঞ্জিনিয়ার সেলিম রেজা, ইঞ্জিনিয়ার আল-আমীন মিয়া, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলামসহ ইন্সটিটিউটের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীগণ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।