সেবা ডেস্ক: রূপপুর পারমাণবিক প্রকল্পের নিরাপত্তা ও অগ্রগতি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভ। আলোচনায় প্রযুক্তি সহযোগিতা ও নিরাপত্তার বিষয় উঠে আসে।
![]() |
সেনাপ্রধানের সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ |
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম-এর মহাপরিচালক (ডিজি) জনাব অ্যালেক্সেই লিখাচেভ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সেনাসদরে সেনাপ্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে, তাঁরা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের চলমান কাজের অগ্রগতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের বিদ্যুৎ খাতে পারমাণবিক প্রযুক্তির সঠিক ব্যবহারে রোসাটমের ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনাও আলোচনার অংশ ছিল।
আরও পড়ুন:
আলোচনাকালে, মহাপরিচালক রোসাটম অত্যন্ত পেশাদারিত্বের সাথে রূপপুর পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, এই প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
এছাড়াও, প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়নের জন্য রাশিয়া-বাংলাদেশের মধ্যে যৌথ সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। উভয় পক্ষ প্রযুক্তি হস্তান্তর ও স্থানীয় জনশক্তির সক্ষমতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করে।
এ সময় বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মান্যবর রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রোসাটমের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।