রৌমারীতে রিভার প্রজেক্ট এর অবহিতকরণ সভা

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: ‘সেফ শেলটার বিল্ড রেজিলিয়েন্স কমিউনিটি’এই শ্লোগানকে সামনে রেখে "বিপদ, বিপদাপন্নতা, সক্ষমতা নির্ণয়" শীর্ষক “রিভার” প্রকল্প কার্যক্রম এর অবহিতকরণ মতবিনিময়় সভা অনুষ্ঠিত হয়েছে।

রৌমারীতে রিভার প্রজেক্ট এর অবহিতকরণ সভা
রৌমারীতে রিভার প্রজেক্ট এর অবহিতকরণ সভা


মঙ্গলবার সকাল ১১ টায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পদ্মারচর  সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মো. বেলাল হোসেন।

এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন"রিভার” সারা বাংলাদেশের ১৪টি জেলায়  দুর্যোগপূর্ণ এলাকায ৫’শ টি স্কুল কাম আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। উক্ত বন্যা আশ্রয়ন প্রকল্পের আওতায় পদ্মারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি চারতলা বিশিষ্ট বহুমুখী ব্যবহারযোগ্য ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া নিয়েছে ‘রিভার’ বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিইডি। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় নির্মিত প্রকল্পটি, বাস্তবায়ন পরবর্তী রক্ষণাবেক্ষণ, সঠিক ব্যবহার, দুর্যোগে জীবন ও সম্পদের ক্ষতির হ্রাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনপ্রতিনিধি, জনসাধারণ, গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবক, শিক্ষার্থী, ইমাম ও বীরমুক্তিযোদ্ধার উপস্থিতিতে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়। ্এই সভায় ৪৫ জন নারী পুরুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসময় বক্তব্য রাখেন,উপজেলা এলজিইডির সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আব্দুল হাসেম, সাবেক ইউপি সদস্য মো. লাল মিয়া, বর্তমান ইউপি সদস্য মো. হাবিবুর রহমান, স্কুলের জমিদাতা মো. আমজাদ হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ফজলুল হক, রিভার' প্রজেক্ট এর ফিল্ড অফিসার শাহ মো. আব্দুল মোমেন ও ফিল্ড অফিসার শাহনাজ খাতুন। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল হাসেম বলেন, রিভার প্রকল্পের এই কাজ সঠিক ভাবে বাস্তবায়ন হলে অত এলাকার দুর্যোগে  মানুষের জীবন ও সম্পদের  ক্ষয়-ক্ষতি অনেক কম হবে, তিনি সবাইকে সহযোগিতা করার আহবান জানান।

উপজেলা এলজিইডির সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম বলেন, দুর্যোগে  মানুষের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে রিভার প্রকল্প কাজ করছে, আপনারা সার্বিক ভাবে আমাদেও সহযোগিতা করবেন।

উল্লেখ্য যে, রিভার প্রজেক্ট এর আওতায় রৌমারী উপজেলায় ১০টি, রাজিবপুর উপজেলায় ১টি প্রাথমিক বিদ্যালয় স্কুল কাম বন্যা আশ্রয়ন কেন্দ্র নির্মাণ করা  হবে।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top