সেবা ডেস্ক: বলিউডে পা রেখেই ভয়ংকর কাস্টিং কাউচের সম্মুখীন হয়েছিলেন রেশমি দেশাই। মাত্র ১৬ বছর বয়সে ভয়াবহ ঘটনার শিকার হয়েছিলেন এই অভিনেত্রী
"অডিশনে ডাকা হয়েছিল, কিন্তু…"
![]() |
রেশমি বলেন, "এক ব্যক্তি আমাকে অডিশনের জন্য ডেকে অজ্ঞান করার চেষ্টা করেন! আমি খুবই অস্বস্তি বোধ করছিলাম এবং কোনোরকমে পালিয়ে আসি।" |
মায়ের সাহসী পদক্ষেপ!
![]() |
রেশমি জানান, "বাড়ি ফিরে মা-কে সব বলি। পরদিন মা আমাকে নিয়ে সেই ব্যক্তির কাছে যান এবং কষিয়ে এক থাপ্পড় মারেন! |
কাস্টিং কাউচের অন্ধকার দিক
![]() |
রেশমি বলেন, "কাস্টিং কাউচ বাস্তবতা, কিন্তু ইন্ডাস্ট্রিতে ভালো মানুষও আছেন। ভাগ্য ভালো যে আমি অনেক দারুণ মানুষের সঙ্গে কাজ করেছি। |
রেশমির বলিউড যাত্রা
![]() |
২০০৪ সালে শাহরুখ-রাভিনা অভিনীত ‘ইয়ে লামহে জুদাই হ্যা’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন রেশমি। এরপর ৩০টির বেশি ছবিতে কাজ করেছেন। |
টিভি দুনিয়ায় সুপারহিট রেশমি!
![]() |
‘উত্তরণ’ ধারাবাহিকে ‘তপস্যা’ চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয় হন রেশমি দেশাই। এরপর একাধিক হিট শোতে কাজ করেছেন। |
ব্যক্তিজীবনে উত্থান-পতন
![]() |
২০১২ সালে ‘উত্তরণ’ কো-স্টার নন্দিশ সান্ধুকে বিয়ে করেন রেশমি। কিন্তু ২০১৬ সালে তাদের বিচ্ছেদ ঘটে। |
বলিউডের বাস্তবতা ও রেশমির জয়যাত্রা!
![]() |
বলিউডের অন্ধকার দিকের সম্মুখীন হয়েও নিজের ক্যারিয়ার এগিয়ে নিয়েছেন রেশমি দেশাই। তিনি প্রমাণ করেছেন, প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সব কিছু জয় করা সম্ভব! |
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।