কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা দলের মধ্যে আওয়ামী লীগের কথিত কর্মসূচি রুখতে ও আওয়ামীলীগ থেকে অনুপ্রবেশকারী সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে।
আওয়ামী লীগের কথিত কর্মসূচি রুখতে বিক্ষোভ মিছিল করেছে কাজিপুর উপজেলা বিএনপি |
বুধবার দুপুরে কাজিপুর চৌরাস্তা থেকে মিছিল শুরু হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সেখানে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপির) সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পদক ও সাবেক পৌর মেয়র আব্দুস সালাম, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তাগণ আওয়ামী লীগের কথিত কর্মসূচি যেকোন মূল্যে নস্যাৎ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।