রৌমারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম, রৌমারী: রৌমারীতে আসামীদের গ্রেফতার ও খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে।

রৌমারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
আসামীদের গ্রেফতার ও খুনিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে রৌমারীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন


শুক্রবার বিকাল ৩টার দিকে এলাকাবাসির উদ্যোগে যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারের  মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বিক্ষোভ কারিরা বলেন, আমার ভাই কবরে’ খুনি কেনো বাহিরে ? প্রশাসন জবাবচাই। এদিকে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে আন্তে আগামী ২৪ ঘন্টার মধ্য প্রযুক্তির মাধ্যমে প্রকৃত খুনিদের খুজে বের করে আনার আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়।

এ সময় বক্তব্য রাখেন রুবেল আহম্মেদ, স্থানীয় ইউপি সদস্য হযরত আলী, রবিউল ইসলাম, রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান ও সহকারী পুলিশ সুপার রৌমারী সার্কেল মো. মোমিনুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য যে,  জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে শাহাদত হোসেন (৩৭) নামের এক ব্যক্তি নিহত হয়। এতে পুলিশসহ উভয়পক্ষের আহত হয়েছেন ১৭ জন। এ ঘটনায় আজিজুল হক নামের একজন বাদী হয়ে ৪৩ জনকে আসামী ও ৫০-৬০ জনকে অজ্ঞাত করে রৌমরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ৩ জন মহিলাকে আটক করলেও বাকি আসামী এখনো ধরাশোয়ার বাহিরে রয়েছে। এদিকে দায়িত্বে অবহেলা করায় দুই এসআই ও দুই পুলিশ কনস্টেবল সহ চার জনকে প্রত্যাহার করা হয়েছে। উপজেলার যাদুরচর ইউনিয়নের ধনারচর গ্রামে আবুল হোসেন ও নুর ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালত ও থানায় পাল্টাপাল্টি একাধিক মামলা রয়েছে। ঘটনার দিন (১১ ফেব্রæয়ারী) বিরোধপূর্ণ জমিতে আবুল হোসেনের পক্ষে শতাধিক ভাড়াটিয়াল বাহিনী নিয়ে সরিষা তুলে নিয়ে যাচ্ছিল। এ নিয়ে নুর ইসলামের পক্ষের লোক ৯৯৯ এ ফোন দিলে রৌমারী থানার পুলিশ সত্যতা যাচাইয়ের জন্য এসআই খুকিন, কনষ্টেবল সোহেল ও রাশেদ ঘটনাস্থলে যান। এ সময় পুলিশের সামনে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন শাহাদত, রিতা, শেফালী, বাছিরন, রাবেয়া, মন্টু মিয়া ও শহিদুল ইসলাম। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার সকাল ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহাদত হোসেন নামে একজন মারা যান। এ নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আবারও উত্তেজনা সৃষ্টি করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী পুলিশ সুপার, রৌমারী ও রাজিবপুর থানার অফিসার ইনচার্জ সহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ সময় উত্তেজিত জনতা বিক্ষোভে ফেটে পড়ে ও পুলিশের এসআই শাহাদতের ওপর চড়াও হয়। এতে তোপের মুখে পড়েন পুলিশ। মঙ্গলবার পুলিশের সামনে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় এসআই খুকিন, শাহাদত. কনস্টেবল সোহেল, রাশেদকে প্রত্যাহার করা হয়েছে। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এবং একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৩জন মহিলাকে আটক করা হয়েছে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাকি আসামীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। 


রৌমারী সহকারী পুলিশ সুপার (এ এসপি) মো. মোমিনুল ইসলাম বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রযুক্তির মাধ্যমে প্রকৃত খুনিদের খুজে বের করে দৃষ্টান্ত মুলক শাস্তির আওতায় আনা হবে।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top