কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কাজিপুর উপজেলা বিএনপির উদ্যোগে কাজিপুর ইউনিয়নের মেঘাই বাজারে দোয়া মাহফিল ও হতদরিদ্র শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
![]() |
কাজিপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ |
শুক্রবার সন্ধ্যায় মেঘাই পুরাতন বাজারে কাজিপুর সদর ইউনিয়ন বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ ১ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশি সেলিম রেজা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, হাজী মিজানুর রহমান বাবলু সহ সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে চারশ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।