সেবা ডেস্ক: বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, দুর্নীতি নির্মূল ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে।
![]() |
দুর্নীতি নির্মূল ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে : খেলাফত আন্দোলন |
বিগত সরকারের দীর্ঘমেয়াদি একদলীয় শাসনের ফলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দলীয়করণ করা হয়েছে। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বিগত সরকার পেশাদারিত্ব ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্য কে অগ্রাধিকার দিয়েছে। নিরাপত্তা বাহিনী গুলো ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে। এবং আওয়ামী লীগ ছাড়া ভিন্নমতের রাজনৈতিক দল ও বিরোধীদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দেশ-বিদেশে নিন্দিত হয়েছে। বাহিনী গুলোর সুনাম, সুখ্যাতি ও সম্মান পুনরুদ্ধার করতে চাইলে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে।
আরও পড়ুন:
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী আরো বলেন, নিরাপত্তা বাহিনীগুলোর শুধু পোশাকের রং পাল্টালেই হবে না, তাদের ভেতরটাও পাল্টাতে হবে। সততা ও পেশাদারত্বের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। দলীয় প্রভাব মুক্ত থেকে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। দেশকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে চাইলে নিজেরা এসব কিছুর সংশ্লিষ্টতা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। এখনো ভেঙ্গে পড়া ট্রাফিক ব্যবস্থা পুরোদমে সচল হয়নি। বর্তমানে আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও আন্তরিকভাবে দায়িত্ব পালনে অবহেলার কারণে রাজধানী সহ সারাদেশে যানজট, চুরি, ছিনতাই আশংকা জনক হারে বেড়ে গেছে। মহাসড়ক গুলোতে হাইওয়ে পুলিশের সন্তোষজনক টহল নেই।
মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী সেনাবাহিনীর প্রশংসা করে বলেন, জুলাই আগস্ট বিপ্লবের সময় দেশের ক্রান্তিকালে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত না নিলে ফ্যাসিস্ট সরকারের হাত থেকে জনগণ মুক্তি পেত না। দেশের যেকোনো সংকটপূর্ণ অবস্থায় দেশ ও জনগণের স্বার্থে সেনাবাহিনীকে সদা সতর্ক থাকতে হবে। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ না হলে দেশে কখনো শান্তি কায়েম হবে না। তিনি প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার কার্যকর করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।